রাত দুটো

লিখেছেন লিখেছেন জিহর ১৪ জুন, ২০১৩, ০৬:০২:৩৫ সন্ধ্যা

আমি আর ভাইয়া এক বিছানায় শুয়েছি অনেক দিন পর। সেদিন বাড়িতে বেশ কয়েকজন মেহমান এসেছে, তাই মেঝেতেই ঘুমোতে হয়েছিল। আবহাওয়াটা সন্ধা থেকেই গরম। মাঝে মাঝে মৃদু হাওয়া বয়ে গেলেও প্রয়োজনের তুলনায় খুবই কম। গরমের কারনে ঘুমোতে পারছিলাম না বলে দরজা খুলে রেখেছিলাম। কিছুক্ষন ঘুমানোর পর একটা হালকা আওয়াজে হঠাৎ করেই ঘুম ভেঙ্গে গেল। দেখলাম দরজায় কার ছায়া যেন একটু একটু করে নড়ছে।

কে? কে ওখানে?

কোন সাড়া শব্দ নেই। কিছুটা ঘাবড়ে গিয়ে ভাইয়াকে ডেকে উঠালাম। ভাইয়া বিরক্তির সাথে বললেন, কি হয়েছে? আমি ইশারায় দরজার দিকটা দেখালে তিনিও ব্যপারটা আঁচ করে ফেললেন। দুই ভাই নিঃশব্দে দেখতে উঠে পড়লাম।

দরজার কাছে যে ছায়াটা দেখা জাচ্ছিল, এখন তা আরো গাড়ো হয়েছে , কিন্ত কেউ নেই। কি ব্যপার?

দেখলাম পুরো থালার মতো চাঁদ আকাশটাকে দখল করে আছে। আর সেই চাঁদের আলোয় গাছের ছায়া পড়েছে দরজায়। ভুতের ভয় ছেড়ে চাঁদের স্নিগ্ধতায় মুগ্ধ হলাম আমরা। দুই ভাই মিলে এমন সুন্দর জোৎস্না হয়তো কোন দিন দেখা হতো না। আজকের আকাশটাও বেশ পরিস্কার। সাথে অনেক তারারাও ঝিলমিল করছে। এমন সময় ঘড়িতে রাত দুটোর ঘন্টা ঢং ঢং করে বেজে উঠলো.....

বিষয়: বিবিধ

২০৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File